সোনারগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত
সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস্যের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সিরাজুল ইসলামকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শুক্রবার সকালে মোশারফ মেম্বারকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোশারফ মেম্বারের নেতৃত্বে ৬-৭ জনের একদল সন্ত্রাসী চাপাতি, লোহার রড় ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ সিরাজুল ইসলামের ওপর অতর্কীত হামলা চালায়। এসময় সিরাজুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে শুক্রবার সকালে তার অবস্থার আরও অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিরাজুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আহত মো. সিরাজুল ইসলাম মোল্লা বাদি হয়ে মোশারফ হোসেন মেম্বারকে প্রধান করে লাল মিয়া (৪৫), ফয়সাল (২৭), আবু সাঈদ (২২) ও সুজন মিয়া (১৮) সহ আরও ৬-৭ জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।