সৈয়দ শামসুল হকের মৃত্যুতে বিএনপির শোক
সমকালীন বাংলা কবিতা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সৈয়দ হক মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বলেই দেশবাসী তার মৃত্যুতে শোকে মুহ্যমান। তার মতো একজন বরেণ্য, প্রতিভাবান এবং প্রথিতযশা কবি ও সাহিত্যিকের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।