সেলিম উরফে বাবু উরফে আকরাম, নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নোয়াখালি সোনাইমুড়ি থানা পুলিশ ।

06/05/2023 11:15 amViews: 13

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালি সোনাইমুড়ি থানার উধীন এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে সোনাইমুড়ি থানার এ এস আই ইব্রাহিম, মামলা নং৭১৮/২২ আসামির নাম মো : সেলিম উরফে বাবু উরফে আকরাম, আসামির বয়স ৩৩, বাবার নাম মো : লোকমান হোসেন, আসামি মো: সেলিম উরফে বাবু উরফে আকরাম ঢাকা তেজগাঁও শিল্পাআঞ্চল এলাকায় ট্রাক স্টান্ট এ নিউ যমুনা মটরস লুবরিকেনটস এর একাউন্ট অফিসার হিসাবে ১/১০/১৭ হইতে ৩১/১০/১৯ পর্যন্ত চাকরিরত ছিল ঐ অবস্থায় অক্টোবর ২০১৯ হিসাবে কিছু গরমিল পায় নিউ যমুনা মটরস এর মালিক মো : শাহাবুদদিন সাদ্দাম তখন আসামি মো : সেলিম উরফে বাবু উরফে আকরাম কে বিগত ২৬মাসের হিসাব বুঝাইয়া দিতে বললে আসামি মো : সেলিম উরফে বাবু উরফে আকরাম দিবে দিবে বলে বুঝাইয়া দিচ্ছেনা, এর পর নিউ যমুনা মটরস এর মালিক মো : শাহাবুদদিন সাদ্দাম হিসাবের খাতা বের করতে গিয়ে দেখে তার আলমারিতে ২২মাসের সেল্স এর হিসাবের খাতা নাই তখন তার কাছে সেল্স খাতা চাইলে সে বলে হিসাবের খাতা সে নেয় নাই তখন নিউ যমুনা মটরস এর মালিক মো: শাহাবুদদীন সাদ্দাম ৪মাসের খাতার হিসাব মিলিয়ে দেখে ২৭৩৯৪৬৭ টাকার গরমিল পায়।

তখন তার সাথে হিসাব নিয়ে বসতে চাইলে সে সময় ক্ষেপন করে এর পর নিউ যমুনা মটরস এর মালিক মো : শাহাবুদদীন সাদ্দাম ঢাকা সি এম এম কোটে একটা মামলা দায়ের করে আদালত থেকে মামলার শুষ্ট তদন্তর জন্য পিবিআইতে পাঠায় পিবিআই তদন্ত রিপটে ৪ মাসের হিসাব তদন্ত করে ২৭৩৯৪৬৭ টাকার গরমিল মিল পায় তখন আদালত আসামি মো সেলিম উরফে বাবু উরফে আকরাম কে তেজগাঁও থানাকে নির্দেশ দেয় গ্রেফতার করার জন্য অনেক খোজা খুজির পর আসামিকে নোয়াখালি সোনাইমুড়িতে নিজ এলাকায় খোঁজ পাওয়া যায়, নোয়াখালি সোনাইমুড়ি থানার পুলিশ পলাতক আসামিকে গ্রেফতার করেছে, খোঁজ নিয়ে যানা যায় তজেগাঁও  শিল্পাআঞ্চল এলাকায় ট্রাক স্টান্ট এ নউি যমুনা মটরস লুবরকিনেটস এর থেকে টাকা মেরে সে বিভিন্ন যায়গায় নামে বে নামে জমি ক্রয় ফ্লাট ক্রয় এবং তার গ্রামের বাড়ীতে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেছে। অথচ তার তেমন কোন আয়ের উৎস নাই। তদন্ত করেলই টাকা আত্মসাত করার বিষটি বেরিয়ে আসবে বলে স্থানীয়রা জানান। চলবে…….

Leave a Reply