সেলিমের কাছে দীক্ষা নিচ্ছেন প্রভা
একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন প্রভা। এরই মধ্যে আলভী আহমেদের পরিচালনায় ‘নষ্টনীড়’ নামের একটি ধারাবাহিকের প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে তাকে। আর তার শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এ প্রসঙ্গে প্রভা বলেন, অনেক পরিশ্রম করতে হচ্ছে। সংলাপগুলো অন্য নাটক থেকে একটু আলাদা। তবে গল্পটা অসাধারণ। ধারাবাহিক নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে প্রায়ই শোনা যায়। তবে এ নাটক দেখলে হয়তো কোনো নেতিবাচক মন্তব্য আর আসবে না দর্শক মহল থেকে। এতটুকু নিশ্চিত করে বলতেই পারি। অন্য নাটকগুলোর চেয়ে এ ধারাবাহিকে অনেকটা ভিন্নতা লক্ষ্য করা যাবে। আশা করছি দর্শকের মন ভরবে নাটকটি দেখলে। এছাড়া প্রভা অভিনীত ‘দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার’, ‘দহন’ নাটক দুটি এখন প্রচার চলছে। পাশাপাশি প্রচারের অপেক্ষা রয়েছে সুমন আনোয়ারের ‘স্বর্ণলতা’ ও আলভী আহমেদের ‘শূন্য থেকে
















