সেমিতে নিউজিল্যান্ড, ভারতের বিদায়
সেমিতে নিউজিল্যান্ড, ভারতের বিদায়
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের রোববার আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। কিউইদের জন্য যেমন এটি ছিল বাঁচা-মরার ম্যাচ। বিপরীতে আফগানিস্তান ও ভারতের জন্য এটি ছিল আরো গুরুত্বপূর্ণ। কিন্তু আফগানিস্তান হেরে যাওয়ায় সেমির স্বপ্নভঙ্গ হয়েছে ভারতেরও। একইসাথে সেমিফাইনালে খেলার সুযোগ হারালো আফগানিস্তান। কিন্তু আজকে আফগানিস্তান জিততে পারলে অন্য রকম সমীকরণ হতে পারতো।
রোববার আবুধাবিতে বিকেলে ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৪ রান। জবাবে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।