সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর দক্ষিণখানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে।
মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রোমানা (৩০), তার মেয়ে মনিকা আক্তার (৮), রোমানার ভাই ইমরান (৩০) ইমরানের স্ত্রী জান্নাত (২২) ও তাদের মেয়ে তামমিয়া (২)।
স্থানীয়রা জানান, দক্ষিণখানের ২৪৭ ফয়দাবাদের একটি বাসার নিচ তলায় ভোরে বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা একই পরিবারের ৫ জন আগুনে দগ্ধ হয়। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢামেক সূত্র জানায়, আগুনে রোমানা শরীরের ৬০ শতাংশ, মনিকার ২০ শতাংশ, ইমরান ১০ শতাংশ, জান্নাতের ৮ শতাংশ ও তামমিয়ার ১০ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার আনজুম রশিদ বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পাঠানো হয়েছে। তবে ইউনিট দু’টি ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সেপটিক ট্যাংক বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।