সেই গম খাওয়ার উপযোগী কিনা: জানতে চায় হাইকোর্ট
৩০ জুন, ২০১৫
ব্রাজিল থেকে পচা ও নিম্নমানের যে গম আমদানি করা হয়েছে; তা মানুষের খাওয়ার উপযোগী কিনা সরকারের কাছে সে বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট।
ওই গম গবেষণাগারে পরীক্ষা করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ নির্দেশ দেন
আদেশে বলা হয়-পরীক্ষা করে ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল হাইকোর্টকে জানাতে হবে।
আগামী ৫ জুলাই এ বিষয়টি শুনানির জন্য আবারো আদালতের কার্যতালিকায় রাখা হবে।
ব্রাজিল থেকে আমদানি করা পচা ও নিম্নমানের গম আমদানিতে অনিয়ম-দুর্নীতি দুদকের মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন একজন আইনজীবী।
একইসঙ্গে রিটে বিএসটিআই’র মাধ্যমে ওই গম পরীক্ষা করার নির্দেশ দিতে সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করা হয়।
রীটে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পচা গম বিতরণেও নিষেধাজ্ঞা চাওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচজনকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।
এদিকে ব্রাজিল থেকে আমদানি করা গম নিম্নমানের বলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষায় উঠে এসেছে।