সেই আমিরই আউট করলেন হাফিজকে

08/12/2015 7:44 pmViews: 7

সেই আমিরই আউট করলেন হাফিজকে

 

সেই মোহাম্মদ আমিরই ফেরালেন মোহাম্মদ হাফিজকে। স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ থাকা মোহাম্মদ আমিরের সঙ্গে খেলবেন না বলে চিটাগং ভাইকিংসে যোগ দেননি বলে ক’দিন আগে জানান আরেক পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়া কারও সঙ্গে তিনি খেলবেন বলেই এই সিদ্ধান্ত নেন বলে তিনি জানান। তাই চিটাগংয়ের বড় অংকের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। যদিও বিষয়টি অস্বীকার করেছে চিটাগং। কিন্তু বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) মাঝপথে হাফিজকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়মামাইটস। বিপিএলের তৃতীয় আসরে আজ তিনি নিজের প্রথম ম্যাচে খেলতে নামেন। আর প্রথম ম্যাচেই তার প্রতিপক্ষ মোহাম্মদ আমিরের চিটাগং ভাইকিংস। সেই ম্যাচে আমিরের কাছেই পরাস্ত হলের হাফিজ। আমির এদিন নিজের প্রথম ওভার মেডেন আদায় করে নেন। মাত্র ১৪ রানে ২ উইকেট হারানোর পর ব্যাটে আসেন হাফিজ। হাফিজ এক বল মোকাবিলা করার পর আমির আসেন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে। তিনি টানা ৩ বল হাফিজকে পরাস্ত করেন। কোনো রান নিতে পারেন নি তিনি। আর চতুর্থ বলে হাফিজকে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন আমির। আমিরের হাতে ৫ বলে ১ রানের ইনিংস শেষ হয় মোহাম্মদ হাফিজের।

Leave a Reply