সুয়েজ খালের বিকল্প : রেল করিডোর নির্মাণে রাশিয়া-ইরান চুক্তি!
পরিকল্পিত ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরের অংশ হিসেবে একটি ইরানি রেলওয়ে নির্মাণ ও অর্থায়নের সম্ভাবনা নিয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই করিডোরে রাশত-আস্তারা রেলওয়েকে গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর লক্ষ্য হলো রেললাইন ও সাগরপথের মাধ্যমে ভারত, ইরান, রাশিয়া, আজারবাইজান ও আরো কয়েকটি দেশকে সংযুক্ত করা। রাশিয়া মনে করছে, এটা হতে পারে প্রধান বৈশ্বিক বাণিজ্য রুট হিসেবে সুয়েজ খালের বিকল্প। তিন বলেন, ‘নর্থ-সাউথ ট্রান্সপোর্ট ব্যবস্থাটি বৈশ্বিক চলাচল ধারাকে ব্যাপকভাবে বৈচিত্র্যময় করবে।
এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রাশত-আস্তারা রেলওয়ে।’ তিনি বলেন, কাসপিয়ান সাগরীয় উপকূল বরাবর ১৬২ কিলোমিটারের (১০০ মাইল) রেলপথটি বাল্টিক সাগরের রাশিয়ার বন্দরগুলোর সাথে ভারত মহাসাগর ও উপসাগরের ইরানি বন্দরগুলোকে সংযুক্ত করবে।রাইসি বলেন, ‘সন্দেহাতীতভাবে বলা যায়, এই চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ।’রাশিয়া ও ইরান- উভয়ের ওপর পাশ্চাত্যের অর্থনৈতিক অবরোধ রয়েছে। আর এর ফলে দেশ দুটি পরস্পরের আরো ঘনিষ্ঠ হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর