সুড়ঙ্গ করে ব্যাংকের ১৭ কোটি টাকা চুরি
কিশোরগঞ্জ প্রতিনিধি •
কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে প্রায় ১৭ কোটি টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা জানাজানি হয়। তবে কখন এ চুরি সংঘটিত হয়েছে তা এখনো জানা যায়নি।
শাখার ম্যানেজার হুমায়ুন কবির ভূঁইয়া জানান, ব্যাংকের পেছন দিক থেকে প্রায় ১০০ ফুট সুড়ঙ্গ করে ভল্ট থেকে ১৬ কোটি ৯০ লাখ টাকা নিয়ে গেছে চোর চক্র।
পুলিশ বলছে, শুক্র অথবা শনিবার রাতে সুড়ঙ্গপথে এসে চোরেরা টাকা নিয়ে পালিয়ে গেছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে ক্যাশিয়ার মোহসিনুল হক টাকার প্রয়োজনে ব্যাংকের ভল্টে ঢোকেন। এ সময় তিনি মেঝেতে সুড়ঙ্গ দেখতে পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ব্যাংকের পাশে একটি বাড়ির ঘরের ভেতর সুড়ঙ্গের আরেক প্রান্তের খোঁজ পায়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহানশাহ জানান, ওই ঘরে সুমন মিয়া নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। ওই বাড়ির আরেকটি ঘরে মার্জিয়া আক্তার নামের এক নারী তাঁর দুই মেয়ে নিয়ে ভাড়া থাকেন। ঘটনার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে পুলিশকে জানিয়েছেন।
তিনি আরও জানান, ব্যাংকের ভল্টে কয়েকটি সিন্দুক ও আলমারি আছে। এসব ভেঙে টাকা চুরি হয়নি। ভল্টের ভেতরে ও বাইরে রাখা টাকা চুরি হয়েছে।