সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আওয়ামী লীগ এমপির
সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আওয়ামী লীগ এমপির
আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শওকত আলী। আজ দুপুরে নিজ এলাকা নড়িয়া পৌরসভায় তার দলের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হন তিনি। এসময় সাংবাদিকদের তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী ত্রাস সৃষ্টি করেছেন নড়িয়ায়। ফলে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় রয়েছে। নড়িয়া পৌরসভায় মোটর সাইকেল নিয়ে মহড়া দেওয়া হচ্ছে। আচরণবিধি হরদম লঙ্ঘিত হচ্ছে। অস্থির অবস্থা, ত্রাসের অবস্থা সৃষ্টি হয়েছে। সাবেক এই ডেপুটি স্পিকার বলেন, আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে এসব কাজ হচ্ছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে, তা বুঝতে পারছি না। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।