সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত

22/12/2016 4:37 pmViews: 23
সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত’
 
'সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত'
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত। সকাল থেকে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে নৌকার বিজয় হবে। বিজয় হবে জনতার।’
বৃহস্পতিবার সকালে দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
সেলিনা হায়াৎ আইভী বলেন, খুব সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজকের দিনটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিরল দিন। এতো সুন্দর পরিবেশে নির্বাচন নারায়ণগঞ্জবাসী এর আগে দেখিনি।
ফলাফল বিষয়ে তিনি বলেন, আমি আশা করি, বিকাল ৪টা পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আমি আগেও বলেছি, ফলাফল যাই হোক আমি জন রায় মেনে নিব।

Leave a Reply