সুলতান সুলেমানের রাজ্যে যেভাবে এল বাংলা
সুলতান সুলেমানের রাজ্যে যেভাবে এল বাংলা
” onclick=”return false;” href=”http://paimages.prothom-alo.com/contents/cache/images/800x0x1/uploads/media/2017/02/16/249b4f7a24893d64bb4520398adafaba-Untitled-10.jpg” title=”” id=”media_0″ class=”jw_media_holder pop-media-holder media_image jwMediaContent alignleft pop-active” data-image=”http://paimages.prothom-alo.com/contents/cache/images/200x0x1/uploads/media/2017/02/16/249b4f7a24893d64bb4520398adafaba-Untitled-10.jpg” data-caption=”সুলতান সুলেমানের দৃশ্য” data-author=”” url=”http://www.prothom-alo.com/entertainment#detail-image-1″>.” onclick=”return false;” href=”http://paimages.prothom-alo.com/contents/cache/images/800x0x1/uploads/media/2017/02/16/257a98f1f3db9bdd81bafd4def1f0a6b-Untitled-7.jpg” title=”” id=”media_1″ class=”jw_media_holder pop-media-holder media_image jwMediaContent alignright pop-active” data-image=”http://paimages.prothom-alo.com/contents/cache/images/250x0x1/uploads/media/2017/02/16/257a98f1f3db9bdd81bafd4def1f0a6b-Untitled-7.jpg” data-caption=”সুলতান সুলেমানের কণ্ঠ দেন দীপক সুমন” data-author=”” url=”http://www.prothom-alo.com/entertainment#detail-image-2″>
অটোম্যান সাম্রাজ্যে বাংলা
অটোম্যান সাম্রাজ্যের এ গল্প বাংলা ভাষায় কথা বলা কাজটি খুব সহজ ছিল না। দীপ্ত টিভির প্রধান নির্বাহী কাজী উরফী আহমেদ বলেন, ‘এ দেশে ডাবিং শিল্পী খুব বেশি নেই। তাই আমাদের পরিকল্পনা ডাবিংয়ের একটা পূর্ণাঙ্গ দল করার। সেটা অনেকটা সফল হয়েছি। একজন ভয়েস ডিরেক্টরের অধীনে সেই দলটি কাজ শুরু করেছিল এবং এখনো করছে।’
.” onclick=”return false;” href=”http://paimages.prothom-alo.com/contents/cache/images/800x0x1/uploads/media/2017/02/16/ec20367d36b5591af1cbbace3488776d-Untitled-9.jpg” title=”” id=”media_2″ class=”jw_media_holder pop-media-holder media_image jwMediaContent alignleft pop-active” data-image=”http://paimages.prothom-alo.com/contents/cache/images/250x0x1/uploads/media/2017/02/16/ec20367d36b5591af1cbbace3488776d-Untitled-9.jpg” data-caption=”হুররাম সুলতানের কণ্ঠ দেন মেহবুবা মিনহাজ” data-author=”” url=”http://www.prothom-alo.com/entertainment#detail-image-3″>জানালেন, সুলতান সুলেমানের শুরু থেকেই কণ্ঠ দিতেন দীপক সুমন। হুররাম সুলতানের কণ্ঠ দেন মেহবুবা মিনহাজ। ইব্রাহিম পাশার কণ্ঠ দেন মরু ভাস্কর। নিগার গালফার কণ্ঠ দেন জয়শ্রী মজুমদার। এ ছাড়া নাহিদা আখতার দেন বেশ কয়েকজনের কণ্ঠ। সুলতান সুলেমান ধারাবাহিকের রাজ্যে বাংলায় কথা বলা দলে আরও আছেন শফিকুল ইসলাম, তানভীর নাহিদ, রফিকুল ইসলাম, সজিব রায়, মেরিনা মিতু, নাদিয়া ইকবাল, অনন্যা গোস্বামী। প্রত্যেকেই কোনো চরিত্রের কণ্ঠ হয়ে হাজির হন দীপ্ত টিভির পর্দায়।
.” onclick=”return false;” href=”http://paimages.prothom-alo.com/contents/cache/images/800x0x1/uploads/media/2017/02/16/45c103195ec37eb8ab3cba68cf42818a-Untitled-11.jpg” title=”” id=”media_3″ class=”jw_media_holder pop-media-holder media_image jwMediaContent aligncenter pop-active” data-image=”http://paimages.prothom-alo.com/contents/cache/images/643x0x1/uploads/media/2017/02/16/45c103195ec37eb8ab3cba68cf42818a-Untitled-11.jpg” data-caption=”দীপ্ত টিভির ডাবিং টিম (বাঁ থেকে) নাহিদ আখতার, জয়শ্রী মজুমদার, শফিকুল ইসলাম, তানভীর নাহিদ খান, মরু ভাস্কর, রফিকুল ইসলাম, সজীব রায়, মেরিনা মিতু, নাদিয়া ইকবাল ও অনন্যা গোস্বামী” data-author=”” url=”http://www.prothom-alo.com/entertainment#detail-image-4″>বাংলা কথা বলানোর প্রক্রিয়া
উরফী আহমেদ জানালেন, সুলতান সুলেমানের চিত্রনাট্য তাঁরা হাতে পান তুর্কি ভাষায়। সেখান থেকে বাংলায় অনুবাদ করা হয়। দর্শকের উপযোগী করতে সেই সংলাপ সম্পাদনা করতে হয়। মেলাতে হয় সুলতান সুলেমান ধারাবাহিকের পাত্রপাত্রীদের ঠোঁট নড়াচড়ার সঙ্গে। এরপর ভিডিও দেখে হয় রেকর্ডিং। তারপরই পুনরায় সম্পাদনা শেষে প্রচারের উপযোগী করা হয়।দীপ্ত টিভিতে ১১ জনের নিয়মিত ডাবিং শিল্পী আছেন। এ ছাড়া ফ্রিল্যান্স হিসেবে আছেন কয়েকজন। ডাবিং রেকর্ড করার জন্য আপাতত ছয়টি স্টুডিও করা হয়েছে। আরও কয়েকটি প্রক্রিয়াধীন। কারণটা জানালেন উরফী আহমেদ। ‘আমাদের বেশ কয়েকটি কার্টুন সিরিজসহ আরও দু-তিনটি ধারাবাহিকের প্রচার শুরু হবে। এ ছাড়া আমরা ডাবিংটাকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে গড়ে তুলতে চাই।’