‘সুলতান’র সালমানের প্রশংসায় শাহরুখ
অবশেষে মুক্তি পেল ‘সুলতান’ ছবির টিজার। আর সেটি দেখে সালমান খানের প্রশংসা করেছেন তার বন্ধু শাহরুখ খান।
টিজারে দেখা যাচ্ছে, ধুলা উড়িয়ে কুস্তির মাঠে প্রবেশ করেছেন সালমান খান। কঠিন মুখাবয়বে এগিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের দিকে। চারপাশে দর্শকদের ‘সুলতান’ ‘সুলতান’ ধ্বনি। প্রতিপক্ষকে একটি মুদ্রায় ঘায়েল করে ফেলেছেন কুস্তিগীর সুলতান আলী খান। এই টিজারে অবশ্য নায়িকা আনুশকা শর্মাকে দেখা যায়নি।
এই টিজারটি বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন শাহরুখ খান। সালমান খানের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘কী দারুণ ব্যাপার…হরিয়ানার বাঘ এসে পড়েছে…সুলতান ভাইজান!’
আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিটি। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এদিকে একই সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ছবিটি। তবে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে বিকল্প উপায় ভাবছেন শাহরুখ খান। খবর: এনডিটিভি।