সুরঞ্জিতের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

25/10/2013 9:32 amViews: 8

indexদপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপির ঝিগাতলার বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হোসেন। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।

ওসি জানান, ককটেল বিস্ফোরণের পর সুরঞ্জিত সেনের বাসার সামনে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ককটেল বিস্ফোরণের সময় সুরঞ্জিত সেনগুপ্ত বাসায় ছিলেন বলে জানান ওসি মাইনুল।

Leave a Reply