সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মধ্যে গ্লোবাল ওয়ান এর টিউবওয়েল সামগ্রী বিতরণ

10/01/2022 10:14 pmViews: 26

নিজস্ব প্রতিবেদক : লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সেবা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল ওয়ান এর অর্থায়নে সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ১ নং বায়রা ইউনিয়নের ২০ টি সুবিধা বঞ্চিত গরীব ও অসহায় পরিবারের মধ্যে ২০টি অগভীর নলকুপ স্থাপন করার লক্ষ্যে ওয়াটার প্রজেক্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় আজ ১০ জানুয়ারী ২০২২ দুপুর ১২ ঘটিকার সময় ১ নং বায়রা ইউনিয়ন পরিষদের উপকারভোগী  পরিবারের মধ্যে  টিউবওয়েল সামগ্রী বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব রুনা লায়লা ও ১নং বায়রা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব দেওয়ান জিন্নাহ। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) এর সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব এস.এম. শফিউল আযম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) এর সম্মানিত সেক্রেটারী জনাব সাদিকা ইয়াছমিন (সানী)। প্রধান অতিথি জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান বলেন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম ও গ্লোবাল ওয়ান এর কার্যক্রম খুবই সন্তোষ জনক, ভবিষ্যতে আইডিএফ এর সকল কাজে সার্বিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং পাইপ লাইন ওয়াটার সাপ্লাই প্রকল্প বাস্তবায়ন করার জন্য গ্লোবাল ওয়ান ও আইডিএফ এর প্রতি আহবান করেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনা লায়লা তার বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার এই কার্যক্রম বাংলাদেশের দারিদ্র্য ও বেকার দূরীকরণে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে, সংস্থাগুলোর প্রসংশার দাবি রাখে, সেই সাথে সিংগাইর উপজেলায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করার জন্য প্রস্তাব করেন। ১নং বায়রা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব দেওয়ান জিন্নাহ বলেন বায়রা ইউনিয়নে যে কোন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) এর সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব এস.এম. শফিউল আযম উপস্থিত সকল অতিথি, উপকারভোগী, ইউনিয়নের মেম্বার ও স্থানীয় গণমান্য সকলকে প্রোগামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফল ও সাফল্য মন্ডিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপকারভোগী সকল সদস্য টিউবওয়েল স্থাপন সামগ্রী গ্রহণ করেন ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম এবং দাতা সংস্থা গ্লোবাল ওয়ান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Leave a Reply