সুপ্রিম কোর্ট বার নির্বাচন সম্পাদকসহ ৮ পদে বিএনপি, সভাপতিসহ ৬ পদ আওয়ামী লীগের
সম্পাদকসহ ৮ পদে বিএনপি, সভাপতিসহ ৬ পদ আওয়ামী লীগের
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থক নীল প্যানেল আটটি এবং আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল ৬টি পদে বিজয়ী হয়েছে। দুই দিনব্যাপী নির্বাচন শেষে শুক্রবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়।
এতে দেখা যায়, নীল প্যানেল সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আটটি পদে বিজয়ী হয়েছে। আর সাদা প্যানেল সভাপতি পদে এম এ আমিন উদ্দিনসহ মোট ছয়টি পদে জয়ী পেয়েছে।
এর আগে গত বুধ (১১ মার্চ) ও বৃহস্পতিবার (১২ মার্চ) দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৭ হাজার ৭৮১ ভোটের মধ্যে দুইদিনে ৫ হাজার ৯৪০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সুপ্রিম কোর্টের বারের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ।
নির্বাচন পরিচালনার উপকমিটির অন্য সদস্যরা হলেন, মো. জসীম উদ্দিন, শরীফ ইউ আহমেদ, মুহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া (বিএম ইলিয়াছ কচি), মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আশরাফ উজ জামান খান।