সুপ্রিম কোর্ট বারে উত্তেজনা, বিক্ষোভ, ভাঙচুর

06/04/2023 5:05 pmViews: 4

mzamin

ভোট ডাকাতির অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটির  ইফতার পার্টি বর্জন করে কালো পতাকা মিছিল করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। অপরদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও সুপ্রিম কোর্ট বারের  সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১টায় বিএনপি সমর্থক কয়েকশ’ আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে বিক্ষোভ করেন। তারা সমিতির নতুন কমিটির ইফতার পার্টিতে অংশ না নিতে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতির প্রতি আহ্বান জানান। বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টে গুন্ডামি চলবে না, ভোট চুরি চলবে না। তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনার ডিএজি-এএজিদের থামান। তা না হলে অপনার বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য হব।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ বিক্ষোভে অংশ নেন।

Leave a Reply