সুপ্রস’র মনপুরায় কৃতি সন্তানকে সংবর্ধনা,প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পুরষ্কার বিতরণ
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা॥ মনপুরা ‘সুপ্রসের’ উদ্যোগে ‘সুপ্ত প্রতিভার সন্ধানে মিলিত হই প্রাণে প্রাণে’ শ্লোগানে গত ১৯ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এ.কে.এইচ গ্রুপের পরিচালক আলহাজ্ব ফিরোজউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে কৃতি সন্তানকে সংবর্ধনা,প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মনপুরার ৩ কৃতি সন্তান উপ-রেজিস্টার বরিশাল বিশ্ব বিদ্যালয় অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, সহকারি অধ্যাপক(গণিত) ভোলা সরকারি কলেজ বিধান কৃষ্ণ দাস, সহকারি কর কমিশনার মোঃ জোবায়ের আহাম্মদকে সংবর্ধিত ও পুরস্কার বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, মোঃ আলমীর হোসেন, মাওঃ আমিমুল ইহসান জসিম, মাওঃ মোসলেহ উদ্দিন,আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল ও প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ জুয়েল । অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রস এর প্রধান সমন্বয় কারী আবদুস সামাদ ও মোঃ রিয়াজ উদ্দিন।
সংবর্ধনা শেষে উপজেলার প্রায় সবকয়টি মাধ্যমিক,উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহন করেন। মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ইরিন,দ্বিতীয় মোঃ জাবেদুর রহমান,তৃতীয় শিপন চন্দ্র দাস, চতুর্থ মোঃ জাকির হোসেন,পঞ্চম মোঃ সোহাগ আহম্মেদ,ষষ্ট মোঃ আবুবক্কর ছিদ্দিক,সপ্তম জান্নাতুল ফেরদাউস। উচ্চমাধ্যমিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মোঃ আদনান,দ্বিতীয় সাবরিনা আক্তার, তৃতীয় মোঃ ইমতিয়াজ মাহবুব। অনুষ্ঠানে বিভিন্ন দাপ্তরিক প্রধানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অভ্যর্থনায় সুপ্রসের মোঃ ইসমাইল সবুজ,মোঃ গোলাম কিবরিয়া রাহাত,মোঃ রিয়াজউদ্দিন,মোঃ আঃসালাম,মোঃ সুমন ও রাবেয়না জাহান লুনা উপস্থিত ছিলেন।