সুন্দরী ছয় নারী খেলোয়াড়
ডেস্ক : অনেক নারী খেলোয়াড় আছেন, যারা নিজেদের সৌন্দর্য দিয়ে পাগল করেন ভক্তদের। তারা মাঠে থাকলে গ্যালারিতে হাজির হন সৌন্দর্য-পিপাসী হাজার হাজার দর্শক। ক্যামেরার ফোকাস সারাক্ষণই খুঁজে ফেরে তাদের। ২০১৩ সালের ‘সবচেয়ে সুন্দরী নারী খেলোয়াড়ে’র তালিকায় স্থান পেয়েছেন এমনই ছয় নারী খেলোয়াড়কে চিনে নেওয়া যাক।
১. অ্যালেক্স মরগান: আমেরিকা মহিলা ফুটবল দলের খেলা হলেই সবার আগে মনে আসার কথা ‘সুন্দরীতমা’ অ্যালেক্স মরগানের কথা। যেমন তার উচ্চতা, তেমন তার শারীরিক গড়ন। অ্যালেক্স বেশি জনপ্রিয় তার নান্দনিক ‘লুকে’র জন্য। কী মাঠ, কী সংবাদ সম্মেলন সবখানেই ‘স্টাইলিস্ট’ থাকেন তিনি। ‘সবচেয়ে সুন্দরী নারী খেলোয়াড়ে’র তালিকায় তাই সবার উপরেই আছেন এই নারী ফুটবলার।
২. রক্সি লউ: আমেরিকান সার্ফিং খেলোয়াড়। সুন্দরী এই অ্যাথলেট তালিকার দ্বিতীয় স্থানে আছেন। সমুদ্রের জলরাশি এবং রক্সির সৌন্দর্য সার্ফিংয়ের সময় যেন মিলেমিশে একাকার হয়ে যায়। জীবনের বেশির ভাগ সময় সমুদ্রের কাছাকাছি থাকায় রক্সির চেহারার আকর্ষণ আরও বেড়েছে বলে মনে করা হয়।
৩. এলেন হুগ: নেদারল্যান্ডসের হকি খেলোয়াড়। বাহারি রঙিন চুল। আর ঠোঁটের কোনে লেগে থাকা মিষ্টি হাসিই তাকে ‘সবচেয়ে সুন্দরী নারী খেলোয়াড়ের’র তালিকায় তৃতীয় স্থানে রেখেছে।
৪. মেগান হার্ডিন: ভক্তরা বলেন, যেকোনো গলফ প্রতিযোগিতা মেগানকে ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। যুক্তরাষ্ট্রের এই গলফার মাঠে না থাকলে সেদিন দর্শক-খরা চোখে পড়ে স্পষ্টভাবে। ব্যতিক্রমধর্মী ফ্যাশন, আর আকর্ষণীয় ‘শারীরিক গঠনে’র জন্য দর্শকদের কাছে তিনি তুমুল জনপ্রিয়।
৫. মারিয়া শারাপোভা: রাশিয়ান পেশাদার টেনিস খেলোয়াড় এবং চারবারের গ্র্যান্ডস্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্সআপ। ডাক নাম মারিয়া ইয়ুরেভনা শারাপোভা। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই তারকা নিজের খেলোয়াড়ি দক্ষতার মতোই তার চেহারা দিয়ে মুগ্ধ করে রাখেন দর্শক-সাংবাদিকদের। টেনিস জগতে সবচেয়ে বেশি ফ্যাশন সচেতন মনে করা হয় শারাপোভাকেই।
৬. সানিয়া মির্জা: ভারতীয় মহিলা টেনিসের জীবন্ত কিংবদন্তী। পাকিস্তানি বধূ। চিকন কোমর আর তার চেহারার লাবণ্যতা যে কারো চোখের পলক বন্ধ করার জন্যই যথেষ্ট!