সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে অস্ত্র উদ্ধার, আটক ১

04/02/2014 10:06 pmViews: 126

সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে অস্ত্র  উদ্ধার, আটক ১
সাভার : সাভারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে  একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ট গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকেল ৫টায় সাভার বাজার বাসস্ট্যান্ডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এগুলো আটক করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ীর নাম মো. নাজিম (৩৫)। সে সাভার পৌর এলাকার রাজাশন আমতলা মহল্লার আব্দুল হামিদের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলখুশা সুপার মার্কেটের আন্ডার গ্রাউন্ডে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে একটি কম্পিউটার মনিটর ডেলিভারি নেয়ার সময় ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মনিটরটি খুলে ভেতরে লাল কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় একটি পাকিস্তানি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানতে চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপক মো. রেজোয়ানুল হক জানান, মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল থেকে আসা কম্পিউটারের মনিটরটি নাজিম উদ্দিন ডেলিভারি নেয়ার সময় তাকে আটক কারে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তবে মনিটরের ভেতরে কি ছিল সে বিষয়ে জানেন না বলে দাবি করেছেন তিনি।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন শাহ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে অস্ত্র ব্যবসায়ী নাজিমকে হাতে নাতে আটক করা হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আটক নাজিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।

Leave a Reply