সুন্দরবন অভিমুখী লংমার্চ যশোরের পথে
ফরিদপুর সংবাদদাতা : বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র বাতিলের দাবিতে সুন্দরবন অভিমুখী লংমার্চ যশোরের পথে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির এই লংমার্চের গাড়িবহর বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর থেকে যশোর রওনা হয়। এ সময় লংমার্চকে বিদায় জানাতে ফরিদপুরের বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ শহরের ব্রক্ষসমাজ সড়কে জড়ো হন।
লংমার্চের নেতৃবৃন্দ জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলায়, দুপুরে মাগুরা ও ঝিনাইদাহ এবংবিকেলে কালিগঞ্জে পথসভা শেষে তারা যশোরে গিয়ে সমাবেশ করবেন এবং সেখানে তারা রাত্রিযাপন করবে। শুক্রবার খুলনায় জনসভা রাত্রি যাপন করার কথা। শনিবার শেষ দিন সকালে বাগেরহাট শহরে পৌঁছানোর কথা লংমার্চ দলটির। দুপুরে একটি সমাবেশ শেষে সেখান থেকে মংলা উপজেলার দিগরাজ এলাকায় সমাপনী সমাবেশ ও লংমার্চের ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রস্তাবিত বিদ্যুত্ কেন্দ্র বাতিলসহ সাত দফা দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পাঁচ দিনব্যাপী এই লংমার্চ শুরু হয়।
–
ফরিদপুর সংবাদদাতা : বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র বাতিলের দাবিতে সুন্দরবন অভিমুখী লংমার্চ যশোরের পথে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির এই লংমার্চের গাড়িবহর বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর থেকে যশোর রওনা হয়। এ সময় লংমার্চকে বিদায় জানাতে ফরিদপুরের বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ শহরের ব্রক্ষসমাজ সড়কে জড়ো হন।
লংমার্চের নেতৃবৃন্দ জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলায়, দুপুরে মাগুরা ও ঝিনাইদাহ এবংবিকেলে কালিগঞ্জে পথসভা শেষে তারা যশোরে গিয়ে সমাবেশ করবেন এবং সেখানে তারা রাত্রিযাপন করবে। শুক্রবার খুলনায় জনসভা রাত্রি যাপন করার কথা। শনিবার শেষ দিন সকালে বাগেরহাট শহরে পৌঁছানোর কথা লংমার্চ দলটির। দুপুরে একটি সমাবেশ শেষে সেখান থেকে মংলা উপজেলার দিগরাজ এলাকায় সমাপনী সমাবেশ ও লংমার্চের ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রস্তাবিত বিদ্যুত্ কেন্দ্র বাতিলসহ সাত দফা দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পাঁচ দিনব্যাপী এই লংমার্চ শুরু হয়।
– See more at: http://www.dainikbartoman.com/index.php?page=details&nc=5&news_id=8283#sthash.PrhJUhTA.dpuf