সুন্দরবনে র্যাবের সংঙ্গে ’বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত
বাগেরহাটের সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই বনদস্যু নিহত হয়েছেন। নিহতরা হলেন— আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ (৪০) ও সেকেন্ড ইন কমান্ড ফরিদ ওরফে ম্যাইজা (৪৫)।
সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে তাম্বোল বুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১৭টি দেশী-বিদেশী অস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, র্যাব বাহিনী টহল দেওয়ার সময় সন্দেহ হলে সামনে এগিয়ে যাওয়ার সময় বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
তিনি জানান, প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর র্যাব অভিযান চালিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। লাশগুলো মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।