সুন্দরবনে দস্যু-কোস্টগার্ড বন্দুকযুদ্ধ
মংলা(বাগেরহাট)সংবাদদাতা: সুন্দরবনের মরাকাগা খালে দস্যু আলিফ বাহিনী ও কোস্টগার্ডের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
শনিবার মধ্যরাতে দস্যু বাহিনীর হাতে জিম্মি জেলেদের মুক্তি করতে কোস্টগার্ড অভিযান চালালে রাত ১টা থেকে রোববার ভোর পর্যন্ত এই বন্দুকযুদ্ধ চলে।
এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, তিনশ ১০ রাউন্ড গুলি, সাড়ে সাত কেজি হরিণের মাংস ও দুইটি নৌকাসহ অপহৃত এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম মহিউদ্দিন মজুমদার জানান, মুক্তিপণ দাবিতে দস্যু আলিফ বাহিনী পশ্চিম সুন্দরবনের কয়রার মরাকাগা খালে জেলেদের জিম্মি করে রেখেছে খবর পেয়ে ওই এলাকায় শনিবার রাতে অভিযান চালানো হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছুড়লে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। রাত ১টা থেকে পৌনে ৫টা পর্যন্ত চলা বন্দুকযুদ্ধ শেষে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে চারটি একনালা পয়েন্ট টুটুবোর, ছয়টি এলজি রাইফেল, পাঁচটি পাইপগান ও পাঁচটি ওয়ান শুটারগান, তিনশ ১০ রাউন্ড গুলি, সাড়ে সাত কেজি হরিণের মাংস, দুইটি নৌকা ও অন্যান্য মালামালসহ অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কোস্টগার্ড সদস্যরা দস্যুদের লক্ষ্য করে প্রায় ৩০ রাউন্ড গুলি ছোড়ে এবং দস্যুরা প্রায় অর্ধশত রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি