সুনামগঞ্জে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সুনামগঞ্জে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পুলিশের বাধার মুখে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে কামারখালী পয়েন্টের সামনে পুলিশ বাধা দেয়।পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,সহ-সভাপতি অ্যাড.মল্লিক সুহেল,অ্যাড.মাশুক আলম, আ.ত.ম মিসবাহ,অ্যাড.শেরেনুর আলী,রেজাউল হক,আবুল কালাম,জেলা ছাত্র দলের সভাপতি মো.রায়হান উদ্দিন, প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারা বাংলাদেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, খালেদা জিয়ার শারিরিক কোন ক্ষতি হলে এই অবৈধ সরকার দায়ি হবে।