সুদ পরিশোধের অপমান সইতে না পেরে মুরাদনগরে কৃষকের আত্মহত্যা
কে এম শারফিন শাহ্ : কুমিল্লা (ব্যুরো): কুমিল্লার মুরাদনগর উপজেলায় সুদ দিতে অপারগ হারুনুর রশিদ (৫০) নামে এক কৃষককে ছিনতাই ও নির্যাতনের অভিযোগ উঠেছে দুই নারী সুদখোরের বিরুদ্ধে। এই অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কৃষক। নিহত হারুনুর রশিদের স্ত্রী আছিয়া বেগম বুধবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, নিহত কৃষক হারুনুর রশিদ উপজেলার ধামঘর ইউনিয়নের মাইয়াকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। মুরাদনগর থানা পুলিশ তার বাড়ির পুকুরের পাশে গাছে রশি দিয়ে ঝুলন্ত কৃষক হারুনুর রশিদের লাশ উদ্ধার করেছে। বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইয়াকান্দা গ্রামের মৃত শহিদ মিয়ার মেয়ে বিউটি আক্তার ও হিরণ মিয়ার মেয়ে নাজমা বেগমের কাছ থেকে কৃষক হারুনুর রশিদ এক লাখ টাকা ঋণ নেন। বার্ষিক ২৬ হাজার টাকা লভ্যাংশ দিতে না পারায় সোমবার রাতে কৃষক হারুনুর রশিদকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বিউটি ও নাজমা। পরে তার লুঙ্গি ও গেঞ্জি খুলে নির্যাতন শুরু করে। এ সময় হারুনুর রশিদ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে পেছনে ফেলে যায়। অপমান সইতে না পেরে মঙ্গলবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্র ধর জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। করেছেন