সুদের হার কমানোয় নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

20/06/2015 4:08 pmViews: 9

সুদের হার কমানোয় নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

Motia-chowdhuri_0_0
সঞ্চয়পত্রের সুদের হার কমানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এ নিয়ে অর্থমন্ত্রীকে ‘গভীরভাবে’ ভাবার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শনিবার সংসদে বাজেট আলোচনায় নিজের মত তুলে ধরেন তিনি। গত মে মাসে বিভিন্ন সঞ্চয়পত্রে সুদের হার ২ শতাংশ কমায় সরকার।

মতিয়া বলেন, সঞ্চয়পত্রে সুদের হার কমানো হয়েছে। ব্যাংকের আমানতেও সুদের হার কম। সঞ্চয়পত্রের সুদের হার কমানোয় সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, মধ্যবিত্ত, নিম্ব-মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত প্রবীণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, কর্মচারী।

“আমি মনে করি, এতে লক্ষ-লক্ষ পরিবারের আয় কমে যাবে। সঞ্চয়পত্র কেনে অবসরপ্রাপ্ত প্রবীণ লোকেরা। এদের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে প্রবীণদের সংখ্যা দেড় কোটির উপরে। এদের প্রতি সরকারের দায়িত্ব আছে।”

“এরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নাই। এরা কারও কাছে হাত পাততে পারে না। ট্রাক সেলের লাইনে দাঁড়াতে পরে না। অথচ এরা মধ্যবিত্ত। এদের আয় হ্রাস করে, শিক্ষক, কর্মচারী, বিধবা মহিলা, অবসরপ্রাপ্ত মানুষের আয় হ্রাস করে বাজার সৃষ্টি কিভাবে হবে? এদের আয় কমলে ভোগ বাড়বে কী করে? অর্থমন্ত্রীকে বলব, গভীরভাবে ভাবতে।”

সঞ্চয়পত্রে রেয়াতের ব্যবস্থা করে ঋণ খেলাপিদের বিষয়ে তৎপর বাড়াতে অর্থমন্ত্রীকে পরামর্শ দেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের বিনিয়োগ আশানুরূপ নয়। আমাদের সঞ্চয় বাড়াতে হবে। ভোগও বাড়াতে হবে। কারণ ভোগ বাড়লে অভ্যন্তরীণ বাজারে চাহিদা তৈরি হবে। আর অভ্যন্তরীণ বাজার তৈরি হলে বিনিয়োগ বাড়বে।”

Leave a Reply