সুজনের পদত্যাগ
সুজনের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে আর দায়িত্ব পালন করবেন না খালেদ মাহমুদ সুজন। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ‘ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেয়ার পর এ বিষয়ে করণীয় ঠিক করতে আলোচনায় বসেছে বিসিবি। এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে ইমেইল বার্তায় সুজন অব্যাহতির কথা জানিয়েছিলেন। মৌখিকভাবে বিসিবি পরিচালক এবং বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়কেও ম্যানেজারের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানান তিনি।