সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ফের আশ্বাস ভারতের
সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন বলে আবার আশ্বাস দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী।
শুক্রবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
শুক্রবার দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সফরের দ্বিতীয় দিনে শহীদুল হক সে দেশের পররাষ্ট্র সচিব ছাড়াও বিদ্যুৎ সচিব প্রদীপ কুমার সিনহা ও বস্ত্র সচিব জোহরা চ্যাটার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শহীদুল হক ও অনিল গোস্বামীর বৈঠকে দুই পক্ষই বিদ্যমান সহযোগিতাকে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।