‘সীমান্ত বিল পাস সরকারের কূটনৈতিক সাফল্য’
‘সীমান্ত বিল পাস সরকারের কূটনৈতিক সাফল্য’
ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাস হওয়ার ঘটনাকে সরকারের কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ভারতের রাজ্যসভায় বিলটি পাস হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী গত বছরের ১৩ই মার্চ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। আজ দ্বিতীয়বারের মতো নিজের অধীনে থাকা এ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মন্ত্রণালয়য়ের উর্ধতন কর্মবকর্তারা উপস্থিত ছিলেন।