সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশীর মৃত্যু
নওগাঁর কলমুডাঙ্গা সীমান্তেশফিকুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল সাপাহার উপজেলার বালাদিয়াঘাট গ্রামের ইসলাম আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনারা জানায়, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন রাখালের সঙ্গে সীমান্তে গরু আনতে যায় শফিকুল। এ সময় বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যান। তবে শফিকুল বিএসএফ এর হাতে ধরা পরেন। পরে বিএসএফ শফিকুলকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় কলমুডাঙ্গা সীমান্ত এলাকায় ফেলে যায়।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নওগাঁ পত্নীতলা বিজিবির ১৪ ব্যাটালিয়নের কলমুডাঙ্গা বিওপির কমান্ডার আব্দুল আওয়াল জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।