সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

20/06/2016 4:08 pmViews: 4
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
 
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে (বিএসএফ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের বদু মিয়া (৩০) এবং দেবপুর গ্রামের ভুট্টু (২৯)।
রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চারালডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের অনুরাধাপুর সীমান্তের দুই শ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। লাশ দুটি নিয়ে গেছে বিএসএফ।
৪৩ বিজিবির (নওগাঁ) অধিনায়ক লে. কর্নেল জাহিদ জানান, ওই দুইজন ভারতের অভ্যন্তরে ঢুকে বিএসএফের উপর হামলা চালালে তারা গুলি চালায়। এ সময় দুই বাংলাদেশি নিহত হন।
তিনি আরো জানান, লাশ ফেরতের বিষয়ে বিকালে বিএসএফের সঙ্গে বিজিবি পতাকা বৈঠকে বসবে।

Leave a Reply