সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলার মূল হোতা গ্রেফতার

07/01/2016 6:29 pmViews: 7
সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলার মূল হোতা গ্রেফতার
সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলার মূল হোতা দাউদ স¤্রাট ওরফে ডাকাত স¤্রাটকে (২৮) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে মিরসরাইয়ের বড় তাকিয়া থেকে তাকে গেফতার করে পুলিশ। এ নিয়ে প্রেসক্লাবে হামলার ঘটনায় মোট ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মোজাম্মেল বলেন, প্রেসক্লাবে হামলার পর থেকে গত ১০দিন আমরা আসামিদের গ্রেফতারে অভিযান চালাই। কিন্তু কিছুতেই তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওসি মোঃ ইফতেখার হাসানের নেতৃত্বে এসআই মোজাম্মেল, নাজমুল ও আজাদুল মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করলে স¤্রাট গ্রেফতার হয়। স¤্রাট সীতাকুণ্ড পৌর এলাকার মধ্যম মহাদেবপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ও ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর মেয়র প্রার্থী নায়েক (অবঃ) শফিউল আলমের সংবাদ সম্মেলন চলাকালে সীতাকণ্ড প্রেসক্লাবে ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা চালায় প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এ সময় তারা এলোপাথারী গুলিও চালায়। এতে ১০ সাংবাদিক আহত হন। এ ঘটনায় দাউদ স¤্রাট ও হারুন বাহিনীর প্রধান হারুন ও তার সেকেন্ড ইন কমান্ড মামুনসহ অজ্ঞাত ২৫/৩০জনে আসামি করে মামলা দায়ের করেন প্রেসক্লাবের সভাপতি এম হেদায়েত।

Leave a Reply