সীতাকুণ্ড ও স্বরূপকাঠিতে বিএনপি মেয়র প্রার্থীর ওপর হামলা

30/12/2015 11:40 amViews: 7
সীতাকুণ্ড ও স্বরূপকাঠিতে বিএনপি মেয়র প্রার্থীর ওপর হামলা

 

আহত মেয়রপ্রার্থীকে হাসপাতালে নেয়া হচ্ছে

চট্টগ্রামের সীতাকুণ্ড ও পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সীতাকুণ্ডে বিএনপির মেয়র পদপ্রার্থী আবুল মনসুরের ওপর হামলা করে তার গাড়ি ভাংচুর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি প্রার্থী আবুল মনসুর বলেন, সকালে পৌরসভার পন্থিশিলা কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা ও বেধড়ক মারধর করা হয়। এ সময় তার প্রাইভেট কার ভাংচুর করা হয়। তিনি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী ফজিলুতুননেসা হোসনার এজেন্ট ইসমত আরা বেগমকে ৯টা ৫০মিনিটে পুলিশ বের করে দেয়।

ফজিলুতুননেসা হোসনা সকাল সোয়া ১০টার দিকে যুগান্তরকে বলেন, কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে পুলিশ ও প্রশাসনের পাহারায় সরকার দলীয় ক্যাডাররা কেন্দ্র দখল করে ভোট দিচ্ছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, তার কাছে মৌখিকভাবে প্রার্থী অভিযোগ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বির আহমেদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজে অবস্থিত  কেন্দ্রের সামনে পৌঁছান সাব্বির। ওই সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক বলেন, বিষয়টি শুনছি। এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।

Leave a Reply