সীতাকুণ্ডে যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নে এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিজামুল করিম সজিব (৩১) নামে এ যুবদল নেতাকে শুক্রবার রাত ৯টার দিকে নিজবাড়ি থেকে ধরে নিয়ে বাড়ির সামনেই গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রসীরা সজিবকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সজিবের পরিবার।
ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, কয়েকজন সন্ত্রাসী সজিবকে বাড়ি থেকে বের করে এনে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে বলে তার পরিবার বলেছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। কারা সজিবকে হত্যা করেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
নিহত সজিব উপজেলার মুরাদপুর ইউনিয়নের আনিসুল হক মেম্বারের ছেলে। সে মুরাদপুর ইউনিয়ন যুবদলের নির্বাচিত কমিটির সদস্য।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান ওসি।