সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম বন্ধ করা যাচ্ছে না: প্রধান বিচারপতি

02/12/2019 8:04 pmViews: 5

সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম বন্ধ করা যাচ্ছে না: প্রধান বিচারপতি

সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম বন্ধ করা যাচ্ছে না: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ফাইল ছবি

সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ সোমবার একটি মামলার শুনানিকে কেন্দ্র করে পাঁচ সদস্যের আপিল বিভাগ বেঞ্চে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। এটর্নি জেনারেল মাহবুবে আলম এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

নির্ধারিত একটি মামলার শুনানি করতে গিয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, একটি মামলা আজ তিন নম্বর সিরিয়ালে আপিল বিভাগের কার্যতালিকায় থাকার কথা। কিন্তু অদৃশ্যভাবে তা ৮৯ নম্বর সিরিয়ালে গেছে।

এ সময় প্রধান বিচারপতি বলেন, সিসি ক্যামেরা বসালাম, এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে। সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে যাচ্ছে না। এ সময় এটর্নি জেনারেল বলেন, অনেকেই মামলার তালিকা ওপর-নিচ করে কোটিপতি হয়ে গেছে।

এক আদেশে ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানকে আপিল বিভাগে তলব করেন প্রধান বিচারপতি। তবে মামলার সিরিয়াল করা নিয়ে মেহেদী হাসানের ব্যাখ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। বাসস

Leave a Reply