সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর নবগঠিত সদর দপ্তরের পতাকা উত্তোলনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১ টার দিকে তিনি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রধানমন্ত্রী সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি হযরত শাহপরান (রহ.) এর জিয়ারত করবেন। দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্রধানমন্ত্রী ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নব গঠিত সদর দপ্তর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সামনে জেলা পরিষদ নির্বাচন থাকায় নির্বাচনী বিধির কারণে এই কর্মসূচি বাতিল করে আওয়ামী লীগ।