সিলেট, খুলনা ও নেত্রকোনায় মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

14/02/2016 6:31 pmViews: 11
সিলেট, খুলনা ও নেত্রকোনায় মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা
 
সিলেট, খুলনা ও নেত্রকোনায় মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা
ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’র সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রবিবার রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ এনে ৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে সিলেটে ২০০ কোটি টাকার দুইটি মানহানির মামলা, খুলনায় ১৫ কোটি টাকার দুটি মানহানি মামলা ও নেত্রকোনায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।
রবিবার নেত্রকোনার চিফ জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট কোর্টে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) জি এম খান পাঠান বিমল এ মামলা দায়ের করেন।
মামলার আর্জিতে তিনি  বলেন, ১/১১ এর সময় মাহফুজ আনাম সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে তার পত্রিকায় ইচ্ছাকৃতভাবে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। এতে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর মতো তিনিও ক্ষুব্ধ হন। তাই তিনি ক্ষুব্ধ হয়ে মাহফুজ আনামের বিচার চেয়ে এই মামলা দায়ের করেছেন।
মামলার সাক্ষী হয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন, অধ্যাপক কালিপদ সরকার, অ্যাডভোকেট মইনুল হক তালুকদার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রদীপ এবং যুবলীগ নেতা মনোয়ার জাহান সুজন। চিফ জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে নেত্রকোনা থানায় তদন্তের জন্য দিয়েছেন।
এদিকে সিলেটে ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার মানহানির অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে। দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামানের আদালতে মামলা দুইটি করেন নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি আবদুল বাসিত ও সাবেক সভাপতি রাহাত তরফদার।
সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) শামসুল ইসলাম বলেন, শুনানি শেষে মামলা দুটি আমলে নিয়েছেন আদালত।
মামলার এজাহারে বলা হয়েছে, ১/১১-এর সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ডেইলি স্টার, যা সম্প্রতি তিনি স্বীকার করেছেন। ঐ মিথ্যা সংবাদের কারণে দলীয় নেত্রী শেখ হাসিনার মানহানি হওয়ায় মামলা দুটি করা হয়েছে।
অন্যদিকে খুলনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতে ১৫ কোটি টাকার দুটি মানহানির মামলা হয়েছে। রবিবার  সকালে খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালত ‘ক’ অঞ্চলের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত ‘ক’ অঞ্চলের বিচারক মো. মঞ্জুরুল হোসেনের আদালতে এ মামলা দুটি দায়ের করেন খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পারভেজ হাওলাদার ও দপ্তর সম্পাদক তসলিম হুসাইন তাজ।

Leave a Reply