সিলেটে হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ
সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে হাসপাতাল থেকে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। নগরীর মধুশহীদ এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি হাসপাতালের সামনে এসে শেষ হয়।
ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে অনন্ত বিজয় দাশের মরদেহ। সেখানেই ভীড় জমাচ্ছেন তার বন্ধু-স্বজন ও প্রশাসনের কর্মকর্তারা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের সুবিদ বাজারের নূরানী বাগ এলাকায় নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে মুখোশ পড়া সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।