সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান অব্যাহত : নারীসহ তিন লাশ উদ্ধার

27/03/2017 6:44 pmViews: 9
সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান অব্যাহত : নারীসহ তিন লাশ উদ্ধার
 
সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান অব্যাহত : নারীসহ তিন লাশ উদ্ধার
সিলেটের শিববাড়ী এলাকায় আতিয়া মহলে জঙ্গি আস্তানায় আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চলছে। এই সেনা অভিযান প্রথম দফায় আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। মাঝে শুধু খাওয়ার বিরতি দেওয়া হয়। পরে আবার আরেক দফা অভিযান বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টার পরও চলতে থাকে।
সেনা সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে অভিযানে গুলিতে ১ জন নিহত হয়েছে। এই পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আতিয়া মহলের নিচ তলা থেকে একজন নারী ও একজন পুরুষ এবং দোতলা থেকে আরো একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, এই সেনা অভিযানে সিআইডি ক্রাইমসিনের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তৃতীয় দিনের মতো প্রায় ৬৯ ঘণ্টা ধরে সেনা অভিযাান চলছে। আরও একাধীক লোক আতিয়া মহলে আছে, তাদের খোঁজ চালিয়ে যাচ্ছে সেনা বাহিনী।

Leave a Reply