সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চে খালেদা জিয়া

05/10/2013 10:33 amViews: 12

indexjjjসিলেট অফিস :১৮ দলীয় জোটের জনসভায় যোগ দিতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যেই তিনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এদিকে সকাল থেকে বৃষ্টির মধ্যেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১৮ দলীয় সমাবেশ শুরু হয়েছে। ইতোমধ্যে লোক সমাগমে কানায় কানায় ভরে গেছে সভাস্থল। বৃষ্টি উপেক্ষা করে দলে দলে মিছিলসহকারে সমাবেশে স্থলে জোটের নেতাকর্মীরা আসছেন। তবে সকালে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হলেও দুপুর ২টার দিকে আবহাওয়া অনেকটা অনুকুলে আসে। সভা মঞ্চে বিরোধীদলীয় নেত্রী ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শামসুজ্জামান দুদু, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ সভাপতি শমসের মুবীন চৌধুরী।

সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফারের পরিচালানায় জেলা, মহানগর বিএনপি ও জোটের নেতারা বক্তৃতা করছেন।

শুক্রবার রাতে ঢাকা থেকে এসে সিলেট সার্কিট হাউসে অবস্থান করেন বিরোধীদলীয় এই নেতা।

শুক্রবার বিকেলে গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি।

কাঁচপুর- নরসিংদী- হবিগঞ্জ হয়ে সিলেটে পৌঁছান বেগম জিয়া। রাতে সিলেট সার্কিট হাউসে অবস্থান করেন তিনি।

Leave a Reply