সিরীয় বিদ্রোহীদের মাসিক ‘ভাতা’ দেয় যুক্তরাষ্ট্র

23/06/2015 2:16 pmViews: 4
সিরীয় বিদ্রোহীদের মাসিক ‘ভাতা’ দেয় যুক্তরাষ্ট্র

 

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ গ্রহণকারী সিরীয় বিদ্রোহীদের প্রতিমাসে অর্থ দেয় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে জনপ্রতি মাসে ২৫০ ডলার থেকে ৪০০ ডলার পর্যন্ত দেয়া হয়।

এই অর্থের পরিমাণ বিদ্রোহীদের ব্যক্তিগত দক্ষতা, সক্ষমতা ও নেতৃত্বের অবস্থানের উপর নির্ভর করে বলে সোমবার জানিয়েছে পেন্টাগন।

তবে বর্তমানে ঠিক কতোজন সিরীয় বিদ্রোহীকে এ অর্থ দেয়া হচ্ছে তা স্পষ্ট নয়।

গত সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছিলেন, ২০০ সিরীয় যোদ্ধা প্রশিক্ষণে আছে, আরো দেড় হাজারের প্রয়োজনীয় পরীক্ষা শেষ হয়েছে।

মে মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিশনে অংশ নেওয়া সিরীয় সেনাদের ‘কিছু ক্ষতিপূরণ’ দেয়া হবে, কিন্তু তিনি কোনো পরিমাণ উল্লেখ করেননি।

পেন্টাগনের আরেক মুখপাত্র যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কমান্ডার এলিসা স্মিথ বলেছেন, প্রশিক্ষণার্থী প্রত্যেককে ভাতা দেয়া হচ্ছে।

রাজনৈতিকভাবে মধ্যপন্থী একটি সিরীয় সামরিক বাহিনী গঠনের লক্ষে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রশিক্ষণ ও সামরিক রসদ দেয়া হচ্ছে, এতে প্রায় ছয় হাজার সিরীয় স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছে।

ওয়ারেন গত সপ্তাহে জানিয়েছিলেন, উদ্যোগটি প্রত্যাশার চেয়েও কম গতিতে সম্প্রসারিত হচ্ছে। এর কারণ হিসেবে তিনি স্বেচ্ছাসেবকদের বাছাই করার জটিলতা ও প্রশিক্ষণের জন্য তাদের সিরিয়ার বাইরে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন।

Leave a Reply