সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘণের অভিযোগ তুরস্কের

06/01/2017 12:19 pmViews: 20

সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘণের অভিযোগ তুরস্কের

 

সিরিয়া সরকারের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘণের অভিযোগ তুলেছে তুরস্ক। দেশটি বলেছে, চুক্তির অধীনে কাজাখস্তানের রাজধানী আস্তানা’য় যে আলোচনা হওয়ার কথা ছিল, তা এখন ঝুঁকিতে পড়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, গত সপ্তাহে রাশিয়া ও তুরস্ক এ যুদ্ধবিরতি স¤পাদনে মধ্যস্থতা করে। এর ফলে সিরিয়ার বিশাল অংশজুড়ে লড়াই শান্ত হয়। কিন্তু রাজধানী দামেস্কের পাশে ওয়াদি বারাদা এলাকায় উভয় পক্ষের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এর ফলে অস্ত্রবিরতি হুমকিতে পড়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু বুধবার সিরিয়া সরকার ও দেশটির সমর্থকদের প্রতি যুদ্ধবিরতি ‘লঙ্ঘণ’ থামানোর আহ্বান জানান। তুরস্ক সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দেন, সিরিয়ান সরকারের চুক্তি লঙ্ঘণ এ মাসে আস্তানা’য় অনুষ্ঠিতব্য আলোচনাকে হুমকিতে ফেলছে। রাষ্ট্র-পরিচালিত আনাদোলু বার্তাসংস্থাকে তিনি বলেন, ‘আমরা যদি ক্রমবর্ধমান লঙ্ঘণ বন্ধ না করি, আস্তানা সমঝোতা প্রক্রিয়া ব্যর্থতায় পর্যবসিত হবে। যুদ্ধবিরতির পর আমরা এর লঙ্ঘণ দেখতে পাচ্ছি।’
খবরে বলা হয়, লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গ্রুপের সহায়তায় সিরিয়ার সরকারী বাহিনী ওয়াদি বারাদা দখলে নিতে লড়ছে। এ অঞ্চল দামেস্কের পানি সরবরাহের প্রধান উৎস।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার প্রধান দুই সমর্থক দেশ রাশিয়া ও ইরানের প্রতি দামেস্ক ও হিজবুল্লাহকে চাপ দিয়ে এ লড়াই থামানোর আহ্বান জানিয়েছে। তবে তুরস্কের আহ্বান সত্ত্বেও, বুধবার পর্যন্ত ওয়াদি বারাদায় লড়াই অব্যাহত রয়েছে।

Leave a Reply