সিরিয়ায় সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া
সিরিয়ায় সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া
সাবমেরিন থেকে প্রথমবারের মতো সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ভূমধ্যসাগরে সিরিয়ার উপকূলে অবস্থানরত রুশ সাবমেরিন থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এর আগে, রাশিয়া কিলো-ক্লাস ডিজেল-ইলেক্ট্রিক সাবমেরিনটি সিরিয়ার উপকূলে মোতায়েন করে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা ঘোষণা করেন। তাদের এ বৈঠক টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ‘সন্ত্রাসীদের’ গোলাবারুদের গুদাম, মাইন তৈরির কারখানা এবং একটি তেল স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।
গত ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমা থেকে তুরস্ক একটি রুশ বোমারু বিমান ভূপাতিত করার পর রাশিয়া ও তুরস্কের মধ্যে মারাত্মক টানাপড়েন চলছে।
এরপর থেকে পুতিনের নির্দেশ অনুসারে রাশিয়ার বোমারু বিমানকে পাহারা দিচ্ছে দেশটির জঙ্গিবিমানগুলো।