সিরিয়ায় বিমান হামলায় নিহত ১১০, আহত ৩০০
সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১১০ জন নিহত এবং ৩০০ লোক আহত হয়েছেন। রবিবার দেশটির রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী দুমা শহরের একটি মার্কেটে ওই হামলা চালানো হয়। এ নিয়ে আসাদবিরোধীদের নিয়ন্ত্রিত ওই শহরটিতে এক সপ্তাহের মধ্যে দুইবার হামলা চালানো হলো।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার আলজাজিরা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী ওই মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, হতাহতদের বেশির ভাগই বেসামরিক লোক। দুমার স্থানীয় ফটোগ্রাফার ফারিয়াস আব্দুল্লাহ আলজাজিরাকে জানান, দুমা অঞ্চলের মধ্যে ওটিই সবচেয়ে বড় মার্কেট। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার দুমা শহরের ওই একই মার্কেটে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ২৭ জন লোক নিহত হয়, যার বেশির ভাগই বেসামরিক লোক। দুমা শহরটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের নিয়ন্ত্রণে।