সিরিয়ায় বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৫০
সিরিয়ায় বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন নিহত ও আরো অর্ধ শতাধিক আহত হয়েছে। রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সিরিয়ার মানবাধিকার সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষ, গাড়িবোমা হামলা ও নির্বিচার হত্যাকাণ্ডের মাধ্যমে ওই ৫০ জন প্রাণ হারিয়েছে। সম্প্রতি সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক ও ইসিলের সদস্যরা বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট ও মহাসড়ক দখল করে নেয়। রোববার বিদ্রোহীরা আল-কায়েদার গ্রুপের কাছ থেকে ওইসব স্থাপনার দখল ফিরিয়ে নেয়ার জন্য হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে এসব সংঘর্ষ হয়েছে। লন্ডনভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত সাতজনকে ইসিলের সদস্যরা আটকের পর ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। এ ছাড়া, ইসিলের অন্তত নয়জন সন্ত্রাসী প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারিয়েছে।
সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগের এক জরিপে বলা হয়েছে, সিরিয়ার সরকার ও জনগণের বিরুদ্ধে লড়াইরত প্রায় এক লাখ বিদ্রোহী অন্তত এক হাজার গ্রুপে বিভক্ত। ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর ওই জরিপের ফলাফল প্রকাশিত হয়। এতে বলা হয়, বিদ্রোহীদের মধ্যে প্রায় ১০ হাজার আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এবং বাকি ৯০ হাজার অন্যান্য জঙ্গী গোষ্ঠীর সদস্য। এসব জঙ্গীর একটা বড় অংশ সিরিয়ার নাগরিক নয়। তারা বিভিন্ন আরব দেশের পাশাপাশি পশ্চিমা দেশগুলো থেকে এসে সিরিয়ায় সন্ত্রাস চালাচ্ছে।