সিরিয়ায় ইসরাইলের বড় হামলা

13/10/2023 11:01 amViews: 3

mzamin

facebook sharing buttontwitter sharing buttonwhatsapp sharing button

সিরিয়ায় ইসরাইলের বড় হামলা, এবার সিরিয়ার অভ্যন্তরে বড় ধরণের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় সিরিয়ার দু’টি প্রধান বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গেছে। হামাসের আক্রমণের পর এটাই সিরিয়ায় ইসরাইলের প্রথম এ ধরনের হামলা। একদিনে যখন হামাসের সঙ্গে ইসরাইল যুদ্ধ করছে, তখন সিরিয়াতেও হামলা অব্যাহত রেখেছে দেশটি। আরব নিউজ জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে প্রায়ই রাজধানী দামেস্ক এবং উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর বিমানবন্দর বন্ধ হয়ে যায়। তবে এবার একসঙ্গে দুটি বিমানবন্দরেই বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। হামলা হয়েছে বৃহস্পতিবার রাতে। একযোগে দুটি বিমানবন্দরের ল্যান্ডিং স্ট্রিপগুলি টার্গেট করা হয়েছে।

বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরাইল সফরে রয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরাতেই এখন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরাইল। গত এক দশক ধরেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। এরমধ্যে ইসরাইল তার হামলা চালানো অব্যাহত রেখেছে। দেশটির টার্গেট সিরিয়ায় থাকা ইরানপন্থী বাহিনী। এছাড়া লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদেরও ঘাঁটি রয়েছে সিরিয়ায়। এগুলোও টার্গেট করে ইসরাইল।

 

Leave a Reply