সিরিয়ায় ইসরাইলের বড় হামলা
সিরিয়ায় ইসরাইলের বড় হামলা, এবার সিরিয়ার অভ্যন্তরে বড় ধরণের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় সিরিয়ার দু’টি প্রধান বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গেছে। হামাসের আক্রমণের পর এটাই সিরিয়ায় ইসরাইলের প্রথম এ ধরনের হামলা। একদিনে যখন হামাসের সঙ্গে ইসরাইল যুদ্ধ করছে, তখন সিরিয়াতেও হামলা অব্যাহত রেখেছে দেশটি। আরব নিউজ জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে প্রায়ই রাজধানী দামেস্ক এবং উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর বিমানবন্দর বন্ধ হয়ে যায়। তবে এবার একসঙ্গে দুটি বিমানবন্দরেই বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। হামলা হয়েছে বৃহস্পতিবার রাতে। একযোগে দুটি বিমানবন্দরের ল্যান্ডিং স্ট্রিপগুলি টার্গেট করা হয়েছে।