সিরিয়ার রাজধানীতে ইসরাইলের বিমান হামলা, নিহত ২

07/03/2022 4:40 pmViews: 3

সিরিয়ার রাজধানীতে ইসরাইলের বিমান হামলা, নিহত ২

সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত দুই জন নিহত হয়েছে। এসময় ইসরাইলি হামলা মোকাবেলায় সক্রিয় হয়ে ওঠে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। রিপোর্টে ওই হামলাকে ‘ইসরাইলি আগ্রাসন’ বলে আখ্যায়িত করা হয়। সিরিয়ার সেনারা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টায় ওই হামলা চালানো হয়। ইসরাইল অনেকগুলো মিসাইল ছুঁড়লেও তার বেশিরভাগই আকাশে ধ্বংস করার দাবি করেছে সিরিয়া।

জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ ওই বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এতে ব্যক্তিগত সম্পদ বিনষ্ট হয়েছে। এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরাইলের সেনাবাহিনী জানায়, গত বছর গাজা স্ট্রিপ থেকে ইসরাইলে প্রবেশের পর দুটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছিল তারা।

Leave a Reply