সিরাজগঞ্জের এনায়েতপুরে যুবলীগ নেতা খুন
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের এনায়েতপুরে একই দলের নেতাকর্মীদের হামলায় যুবলীগ নেতা খুন হয়েছে। নিহত মোতালেব হোসেন টিক্কা (৩৭) থানার সদিয়াচাঁদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে এনায়েতপুর থানার বেতিল সিনেমা হল সংলগ্ন রাস্তার পাশে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক যুবলীগ নেতা মোতালেব হোসেন টিক্কাকে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়। তখন তাকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মো. ওহায়েদুজ্জামান জানান, পূর্ব বিরোধের জের ধরে রাসেল বাহিনীর হামলায় টিক্কা নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।