সিনিয়র আইনজীবী আবদুল রাজ্জাক শার হত্যা মামলায় কিছুটা স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
কোয়েটার সিনিয়র আইনজীবী আবদুল রাজ্জাক শার হত্যা মামলায় কিছুটা স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ৯ই আগস্ট পর্যন্ত তাকে গ্রেপ্তারে পুলিশকে বিধিনিষেধ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুনে কোয়েটায় ওই আইনজীবীকে হত্যা করা হয়। এতে আসামীর তালিকায় যুক্ত করা হয় ইমরান খানকে। কিন্তু চার্জশিট থেকে তার নাম বাদ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
বেলুচিস্তান হাই কোর্টে নিজের বাসভবনে ফেরার পথে গত ৬ই জুন ওই আইনজীবীকে তিনটি মটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘিরে ফেলে। গুলি করে পালিয়ে যায়। এতে মারা যান আইনজীবী রাজ্জাক। এ ঘটনায় এফআইআরে নাম নিবন্ধিত হয়েছে ইমরান খান ও অন্যদের। আইনজীবী রাজ্জাকের ছেলে সিরাজ আহমেদ এই মামলা করেন সন্ত্রাস বিরোধী আইন ও অন্যান্য ধারার অধীনে।
আগের শুনানির নির্দেশনা অনুযায়ী সময় শেষ হয়ে যাওয়ার আগেই পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান আদালতে উপস্থিত হন। ওদিকে তদন্তের স্বার্থে ইমরান খানকে তদন্তকারীর সামনে উপস্থিত হতে আদালতকে নির্দেশ দেয়ার অনুরোধ করেন বেলুচিস্তানের এডভোকেট জেনারেল।